AnuTrickz
QUESTION or DOUBT ? You can Ask Questions and Receive Answers from other members of the community
Ask Me

Join Us

Geography Sample Questions Paper - III for WBCS Main Exam [ Practice Set - III based on Geography of India with special reference to West Bengal ]
1.  গঙ্গার সমস্ত উপনদী ও শাখা নদীগুলির মধ্যে শ্রেষ্ঠ কোনটি ?
(ক) গোমতী        (খ) শোন        (গ) যমুনা        (ঘ) দামোদর

2.  হুড্রু জলপ্রপাতটি কোথায় অবস্থিত ?
(ক) রাঁচিতে         (খ) মধ্যপ্রদেশে         (গ) গুজরাটে         (ঘ) কেরালায়

3.  ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল কোথায় ?
(ক) আজমীরের নকটবর্তী অানাসাগর হ্রদ
(খ) অমরকন্টক শৃঙ্গ
(গ) তিব্বতের মানস সরোবরের নিকটবর্তী চেমায়ুং-দুং-হিমবাহ
(ঘ) বিন্ধ্য পর্বতশ্রেণী

4.  দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি ?
(ক) মহানদী        (খ) গোদাবরী        (গ) কৃষ্ণা         (ঘ) কাবেরী

5.  কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাতের নাম কী ?
(ক) হুড্রু        (খ) শিবসমুদ্রম          (গ) নর্মদা জলপ্রপাত          (ঘ) কোনটিই নয়

6.  পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চল মওসীনরামের নিকটবর্তী শিলং-এ বৃষ্টিপাত কম হয় কেন ?
(ক) জলীয় বাষ্পপূর্ণ মৌসুমী বায়ু এই অঞ্চলে প্রবেশ করতে পারে না বলে
(খ) এটি বৃষ্টিচ্ছায়া অঞ্চলে অবস্থিত হওয়ার দরুন
(গ) এখানে বনভূমির পরিমান অত্যন্ত স্বল্প
(ঘ) কোনটিই নয়

7.  নীচের কোন রাজ্যে বছরে দু’বার বৃষ্টিপাত হয় ?
(ক) পশ্চিমবঙ্গ        (খ) মেঘালয়         (গ) তামিলনাড়ু        (ঘ) কেরালা

8.  ভারতের অরণ্য গবেষনাগারটি কোথায় অবস্থিত ?
(ক) দেরাদুনে         (খ) কাশ্মীরে          (গ) মধ্যপ্রদেশে         (ঘ) মেঘালয়ে

9.  ভারতের বিশাল সমভূমি অঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায় ?
(ক) কৃষ্ণ মৃত্তিকা         (খ) লোহিত মৃত্তিকা         (গ) পাললিক মৃত্তিকা        (ঘ) ল্যাটেরাইট মৃত্তিকা

10.  ‘রেগুর’ কাকে বলা হয়  ?
(ক) লোহিত মৃত্তিকাকে         (খ) কৃষ্ণ মৃত্তিকাকে        (গ) পাললিক মৃত্তিকাকে         (ঘ) ল্যাটেরাইট মৃত্তিকাকে

11.  ভারতে জলসেচ সবচেয়ে বেশী কীসের সাহায্যে হয়  ?
(ক) কূপ ও নলকূপের সাহায্যে         (খ) জলাশয়ের সাহায্যে         (গ) খালের সাহায্যে         (ঘ) নদীর সাহায্যে

12.  ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি ?
(ক) তিস্তা প্রকল্প         (খ) দামোদর পরিকল্পনা        (গ) ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা        (ঘ) নাগার্জুন সাগর প্রকল্প

13.  ভারের দীর্ঘতম বাঁধ কোনটি ?
(ক) হিরাকুঁদ        (খ) ফারাক্কা        (গ) কোনার        (ঘ) নাঙ্গাল

14.  ভাকরা-নাঙ্গাল প্রকল্প কোথায় অবস্থিত ?
(ক) পাঞ্জাবে         (খ) হিমাচল প্রদেশে         (গ) উত্তর প্রদেশে         (ঘ) কাশ্মীরে15.  কোন নদীর উপর ভাকরা বাঁধ দেওয়া হয়েছে ?
(ক) ময়ুরাক্ষী        (খ) তুঙ্গভদ্রা         (গ) শতদ্রু         (ঘ) মহানদী

16.  হিরাকুঁদ বাঁধ কোন নদীর উপর দেওয়া হয়েছে ?
(ক) কৃষ্ণা         (খ) কাবেরী        (গ) তিস্তা        (ঘ) মহানদী

17.  নাগার্জুন সাগর প্রকল্প কোথায় অবস্থিত ?
(ক) কেরালায়         (খ) তামিলনাড়ু         (গ) কর্ণাটকে          (ঘ) অন্ধ্রপ্রদেশে

18.  টেহরী বাঁধ দেওয়া হয়েছে কোন নদীর উপর এবং কোন রাজ্যে ?
(ক) কৃষ্ণা, কেরালা         (খ) কাবেরী, কর্ণাটকে         (গ) গঙ্গা, উত্তরপ্রদেশে         (ঘ) ঘর্ঘর, উত্তরপ্রদেশে

19.  ভারতের কোন রাজ্যে কৃষিজমির সবচেয়ে বেশি অংশ জলসেচের আওতায় পড়ে ?
(ক) পাঞ্জাব         (খ) হরিয়ানা          (গ) পশ্চিমবঙ্গ         (ঘ) তামিলনাড়ু

20.  ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?
(ক) চতুর্থ        (খ) তৃতীয়        (গ) দ্বিতীয়        (ঘ) প্রথম

21.  ভারতের কোন রাজ্য হেক্টর প্রতি ধান উৎপাদনে শীর্ষ স্থান অধিকার করে ?
(ক) পশ্চিমবঙ্গ        (খ) পাঞ্জাব        (গ) তামিলনাড়ু        (ঘ) কর্নাটক

22.  ভারতের মধ্যে কোন রাজ্য ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ?
(ক) পাঞ্জাব       (খ) বিহার        (গ) পশ্চিমবঙ্গ         (ঘ) উত্তরপ্রদেশ

23.  কোন জেলাকে ‘পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার’ বলা হয়  ?
(ক) মালদা         (খ) উত্তর দিনাজপুর         (গ) হুগলী        (ঘ) বর্ধমান

24.  সেন্টাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
(ক) দিল্লী        (খ) পশ্চিমবঙ্গ         (গ) কটক        (ঘ) ব্যাঙ্গালোর

25.  গম উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?
(ক) তৃতীয়        (খ) চতুর্থ         (গ) পঞ্চম        (ঘ) দ্বিতীয়

26.  কোন রাজ্য গম উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে ?
(ক) পাঞ্জাব        (খ) হরিয়ানা        (গ) উত্তরপ্রদেশ        (ঘ) বিহার


আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হবেন ক্লিক করুন এখানে > click bottom

Top Post Ad

Below Post Ad

Ads Area