রাষ্ট্রপতি সম্পর্কিত কিছু বিষয়
1. নিয়মতান্ত্রিক শাসক হিসাবে রাষ্ট্রপতির পদটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে=ব্রিটেন থেকে
2. কার অনুকরনে ভারতের রাষ্ট্রপতির পদটি সৃস্টি করা হয়েছে=ব্রিটেনের রানী
3. সংবিধানের কোন অধ্যায়ে রাষ্ট্রপতির পদটির উল্লেখ আছে=পঞ্চম অধ্যায়ে
4. ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচিত করে কে=একটি নির্বাচক সংস্থা
5. রাষ্ট্রপতির নির্বাচক সংস্থার ধারনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে=মার্কিন যুক্ত রাষ্ট্র
6. রাষ্ট্রপতির নির্বাচনের নির্বাচক সংস্থা কাদের নিয়ে গঠিত হয়=নির্বাচিত MP ও MLAদের নিয়ে
7. কারা রাষ্ট্রপতির নির্বাচনের নির্বাচক সংস্থার সদস্য নন=মনোনীত MP ও MLA গন
8. রাষ্ট্রপতি কার কাছে মনোনয়ন পত্র পেশ করেন=লোকসভার সচিবের কাছে
9. রাষ্ট্রপতির মনোনয়ন পত্র কতজন নির্বাচকের দ্বারা প্রস্তাবিত হতে হয়=50জন
10. রাষ্ট্রপতির মনোনয়ন পত্র কতজন নির্বাচকের দ্বারা সমর্থিত হতে হয়=অপর 50জন
11. রাষ্ট্রপতি পদ প্রার্থীকে ন্যূনতম কতবছর বয়স্ক হতে হয়=35বছর
12. রাষ্ট্রপতি পদ প্রার্থীকে কতটাকা জামানত হিসাবে রাখতে হয়=15000 টাকা
13. কতশতাংশ ভোট না পেলে রাষ্ট্রপতি পদ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়=1/6 অংশ
14. রাষ্ট্রপতির নির্বাচন পরিচালনা ও তত্ত্বাবধান করে কে=নির্বাচন কমিশন
15. রাষ্ট্রপতির নির্বাচনে কোন দুটি নীতি মেনে চলা হয়=সমানুপাতিক প্রতিনিধিত্ব ও একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতি[53(3)]
16. রাষ্ট্রপতির নির্বাচনে সমানুপাতিক প্রতিনিধিত্বের কোন পদ্ধতি মেনে চলা হয়=হেয়ার পদ্ধতি
17. রাষ্ট্রপতির নির্বাচনে ভোটদাতাকে কোন পছন্দ অবশ্যই জানাতে হয়=প্রথম পছন্দ
18. রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে=আয়ারল্যান্ড থেকে
19. রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীর ধারনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে=মার্কিন যুক্ত রাষ্ট্র
20. রাষ্ট্রপতির পদচ্যুতির ধারনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে=মার্কিন যুক্ত রাষ্ট্র
21. রাষ্ট্রপতির সেনাবাহিনীর সর্বাধিনায়কের ধারনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে=মার্কিন যুক্ত রাষ্ট্র
22. রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভায় সদস্য মনোনয়নের ক্ষমতা কোন দেশ থেকে নেওয়া হয়েছে=আয়ারল্যান্ড
23. রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিরোধের মীমাংসা করে কে=সুপ্রীম কোর্ট
24. রাষ্ট্রপতি কত শতাংশ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হয়=একষষ্ঠাংশ বা 1/6অংশ
25. রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার কে=লোকসভা ও রাজ্যসভার মহাসচিব
26. রাষ্ট্রপতির নির্বাচনে প্রত্যেক ভোটদাতার কটি ভোট থাকে=যতজন প্রার্থী তত গুলি
27. দ্বিতীয় পছন্দের ভোটে প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন কে=V.V.গিরি(1969-চতুর্থ রাষ্ট্রপতি)***
28. প্রথম কে অকংগ্রেসী দলের প্রার্থী হিসাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন=সঞ্জীব রেড্ডি(1977-ষষ্ঠ রাষ্ট্রপতি)
29. কোন রাষ্ট্রপতির নির্বাচনকে কেন্দ্র করে প্রথম সুপ্রীমকোর্টে মামলা হয়=ভি.ভি.গিরির নির্বাচনকে(1969-চতুর্থ নির্বাচন)
30. কোন রাষ্ট্রপতি পুন:নির্বাচিত/দুবার নির্বাচিত হন=রাজেন্দ্রপ্রসাদ(1952,1957)
31. রাষ্ট্রপতির পদ শূন্য হলে কতদিনের মধ্যে নির্বাচন করতে হয়=6 মাসের মধ্যে(62নং ধারা)
32. প্রথম রাষ্ট্রপতির নির্বাচন কতসালে হয়=1952 সালের 2রা মে.(পরিচালনা করে নির্বাচন কমিশন)
33. প্রথম অন্তর্বতী রাষ্ট্রপতির নির্বাচন কতসালে হয়=1969(জাকির হোসেনের মৃত্যুর পর)
34. ভারতে কতবার অন্তর্বতী রাষ্ট্রপতির নির্বাচন হয়=দুবার(1969,1977তে F.A.আহমেদের মৃত্যুর পর)
35. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে নিযুক্ত হন=প্রতিভা পাটিল(2007.১২তম)
36. কতজন রাষ্ট্রপতি কর্মরত অবস্থায় মারা যান=দুজন(জাকির হোসেন-1969,F.A.আহমেদ-1977)
37. ভারতে প্রথম অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন কে=V.V.গিরি(1969তেজাকির হোসেনের মৃত্যুর পর)
38. সুপ্রীমকোর্টের কোন প্রধানবিচারপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন কে=মহম্মদ হিদয়েতুল্লা(1969.V.V.গিরি রাষ্ট্রপতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বলে)
39. কতজন উপরাষ্ট্রপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন=দুজন(V.V.গিরি-1969,বি.ডি.জাত্তি-1977 তে)
40. রাষ্ট্রপতির অপসারন পদ্ধতির নাম কী=ইমপিচমেন্ট
41. কতনং ধারানুযায়ী রাষ্ট্রপতি অপসারিত হন=61 নং***
42. কতনং ধারানুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হবার কতদিনের মধ্যে মধ্যে নির্বাচন করতে হয়=6মাসের মধ্যে
43. রাষ্ট্রপতির অবর্তমানে তার দায়িত্ব পালন করেন=উপরাষ্ট্রপতি
44. কী কারনে/অভিযোগে রাষ্ট্রপতিকে অপসারন করা যায়=সংবিধান লঙ্ঘন
45. রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেছেন কিনা তা ঠিক করেন কে=সংশ্লিষ্ট কক্ষ
46. রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের কতদিন আগে নোটিশ দিতে হয়=14 দিন***
47. পার্লামেন্টের কোনকক্ষে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা যায়=যেকোন কক্ষে
48. রাষ্ট্রপতির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ কতজন সদস্যের দ্বারা অনুমোদিত হতে হয়=দুই-তৃতীয়াংশ
49. রাষ্ট্রপতির অপসারনে কী মনোনীত সদস্যরা অংশ নিতে পারেন=পারেন
50. কোন রাষ্ট্রপতি প্রথম পার্লামেন্টের যৌথ অধিবেশন আহবান করেন=রাজেন্দ্রপ্রসাদ(1961)***
51. 1962 সালে কোন রাষ্ট্রপতি জাতীয় জরুরী অবস্থা ঘোষনা করেছিলেন=রাধাকৃষ্ণান***
52. 1971 সালে কোন রাষ্ট্রপতি জাতীয় জরুরী অবস্থা ঘোষনা করেছিলেন=V.V.গিরি***
53. 1975 সালে কোন রাষ্ট্রপতি জাতীয় জরুরী অবস্থা ঘোষনা করেছিলেন=F.A.আহমেদ***
54. জাতীয় জরুরী অবস্থা ঘোষনা প্রত্যাহার করেন কে=রাষ্ট্রপতি***
55. কোন রাষ্ট্রপতি প্রথম ভারতরত্ন পান=রাজেন্দ্রপ্রসাদ(1962)
56. ভারতের দীর্ঘকালীন(12বছর) রাষ্ট্রপতি কে ছিলেন=রাজেন্দ্রপ্রসাদ***(1950-62)
57. জাকির হোসেন(তৃতীয় রাষ্ট্রপতি) কতসালে ভারতরত্ন পান=1963(রাষ্ট্রপতি হবার আগে)**
58. ভারতে কতজন রাষ্ট্রপতির নিজ অফিসে মৃত্যু হয়=দুজন(জাকির হোসেন ও F.A.আহমেদ)***
59. প্রথম কোন রাষ্ট্রপতির নিজ অফিসে মৃত্যু হয়=জাকির হোসেন(1969)
60. ভারতের স্বল্পকালীন রাষ্ট্রপতি কে ছিলেন=জাকির হোসেন(67-69)****
61. F.A.আহমেদের কত সালে নিজ অফিসে মৃত্যু হয়=1977
62. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন=জাকির হোসেন
63. কোন রাষ্ট্রপতির সময়ে ভারতের স্বাধীনতার 50বছর(Golden Jubilee)পালিত হয়=শঙ্কর দয়াল শর্মা(প্রধানমন্ত্রী-I.K.গুজরাল)(1997)
64. কোন রাষ্ট্রপতির সময়ে ভারতীয় প্রজাতন্ত্রের 50বছর(Golden Jubilee)পালিত হয়=K.R.নারায়নন(প্রধানমন্ত্রী-বাজপেয়ী)(2000)
1. কে প্রথম নির্দল প্রার্থী হিসাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন=ভি.ভি.গিরি(1969)
65. রবার স্ট্যাম্প রাষ্ট্রপতি কাকে বলা হয়=ভি.ভি.গিরি
66. কোন রাষ্ট্রপতির সময়ে প্রথম হ্যাং পার্লামেন্টের বিষয়টি দেখা যায়=সঞ্জীব রেড্ডি(1979তে)
67. কতজন রাষ্ট্রপতি হ্যাং পার্লামেন্টের সম্মুখীন**** হন=চারজন(সঞ্জীব,ভেঙ্কটরামন,শঙ্করদয়াল,নারায়নন)*****
68. কতজন রাষ্ট্রপতি হবার আগে ভারতরত্ন পান=তিনজন(রাধাকৃষ্ণান-1954,জাকির হোসেন-1963,A.P.J.A.কালাম-1997)****
69. প্রথম কে রাষ্ট্রপতি হবার আগে ভারতরত্ন পান=রাধাকৃষ্ণান(1954)***
70. একমাত্র রাষ্ট্রপতি যিনি দুবার পদে আসীন ছিলেন=রাজেন্দ্রপ্রসাদ
71. দক্ষিন ভারত থেকে প্রথম রাষ্ট্রপতি নিযুক্ত হন=রাধাকৃষ্ণান
72. একমাত্র রাষ্ট্রপতি যিনি পদ্মবিভূষণ ও ভারতরত্ন পেয়েছেন=জাকির হোসেন***
73. একমাত্র ব্যক্তি অস্থায়ী ও স্থায়ী রাষ্ট্রপতি নিযুক্ত হন=V.V.গিরি***
74. একমাত্র রাষ্ট্রপতি যিনি জোটনিরপেক্ষতার সভাপতি নিযুক্ত হন=জৈল সিং**
75. একমাত্র রাষ্ট্রপতি যিনি ব্রিটিশ ভারতে জেল বন্দী ছিলেন=R.ভেঙ্কটরামন
76. ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি ছিলেন=K.R.নারায়ণন
77. ভারতে জনগনের রাষ্ট্রপতি ছিলেন=A.P.J.আব্দুল কালাম
78. ভারতের প্রথম অবিবাহিত রাষ্ট্রপতি ছিলেন=A.P.J.আব্দুল কালাম
79. ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি ছিলেন=প্রনব মুখোপাধ্যায়**
80. কার্যকাল শেষ হবার আগে রাষ্ট্রপতি কবার লোকসভা ভেঙে দিয়েছেন=5 বার(1970,77,79,84,2004)