১। সম্প্রতি কোন দেশ ' ইন্টারন্যাশানাল সোলার অ্যালায়েন্স ' ফ্রেম ওয়ার্ক প্যাক্টের সদস্যভুক্ত দেশ হিসাবে নিযুক্ত হল ?
উঃ নাউরু
২। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ও মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা একসাথে কোন স্যাটেলাইট তৈরি করতে চলেছে ?
উঃ NISAR ( NASA-ISRO Synthetic Aperture Radar )
৩। ২২শে মে ৭০ তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়ে গেল ?
উঃ জেনেভা ।
৪। কোন ভারতীয় ক্রিকেটার সিয়েট ক্রিকেট রেটিং ইন্টারন্যাশানাল অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ?
উঃ রবিচন্দ্রন অশ্বিন ।
৫। জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন কোন অভিনেতা যিনি ২৩শে মে প্রয়াত হলেন ?
উঃ রজার মুর।
৬। সম্প্রতি কেন্দ্রীয় সরকার কাকে ন্যাশানাল কমিশন ফর মাইনোরিটিজ -এর চেয়রাম্যান হিসেবে নিযুক্ত করেছে ?
উঃ গয়ারুল হাসান
৭। ইকুয়েডরের ৪৪ তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন ?
উঃ লেনিন মোরেনো ।
৮। কোন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় ' ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের ' অধীনস্থ আথলিটস কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত হলেন ?
উঃ পি ভি সিন্ধু
৯। দুবাই পুলিশ তাদের পুলিশ বাহিনীতে যে অপারেশনাল রোবট পুলিশ নিয়োগ করেছে তার নাম কি ?
উঃ রোবোকপ ।
১০। পশ্চিমবঙ্গ ক্যাডারের কোন আইএএস অফিসার অফিসার কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিব হিসেবে নিযুক্ত হলেন ?
উঃ সঞ্জয় মিত্র
১১। মহারাস্ট্রের কোন যোগা ইন্সটিটিউট ২০১৭ সালের ' প্রধানমন্ত্রী যোগা অ্যাওয়ার্ড " এ ভূষিত হল ?
উঃ রামামণি আয়েঙ্গার মেমোরিয়াল যোগা ইন্সটিটিউট ।
১২। সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের বোলার কোচ হিসাবে ইস্তফা দিলেন কে ?
উঃ অনিল কুম্বলে ।
১৩। ২১ শে জুন সারা বিশ্ব জুড়ে কোন দিবস পালিত হল ?
উঃ আন্তর্জাতিক যোগা দিবস ।
১৪। গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ সংক্রান্ত ব্যাপারে ও দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির উদ্দেশ্যে সম্প্রতি ভারত কোন দেশের সাথে মৌ স্বাক্ষর করেছে ?
উঃ পর্তুগাল
১৫। কেন্দ্রীয় সরকার মধ্যপ্রদেশের ৬৪ টি গ্রাম উন্নয়নের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে কত ডলার ঋণ নেওয়ার চুক্তি স্বাক্ষর করেছেন ?
উঃ ২৭৫ মিলিয়ন ডলার ।
১৬। ভারতের কোন রাজ্য গরিব মুসলিম সম্প্রদায়ের জন্য রাজ্য সরকারি চাকরিতে ১২% আসন সংরক্ষনের কথা ঘোষণা করেছেন ?
উঃ তেলেঙ্গানা ।
১৭। ২০ শে জুন সারা বিশ্ব জুড়ে কোন দিবস পালিত হয় ?
উঃ বিশ্ব উদ্বাস্তু দিবস ।
১৮। ভারতের কোন বিচারপতি আন্তর্জাতিক বিচারালয়ে বিচারপতি হিসাবে পুনরায় নিযুক্ত হলেন ?
উঃ দলবীর ভান্ডারী ।
১৯। কেন্দ্রীয় সরকার সাধারন মানুষকে বৈজ্ঞানিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে বাঁচার উৎসাহ যোগাতে ১৯শে জুন কোন অ্যাপ চালু করেছেন ?
উঃ সেলিব্রেটিং যোগা । ডাউনলোড লিঙ্ক
২০ । ইসরো দ্বারা প্রেরিত মঙ্গলযান কবে ১০০০ দিন পূর্ণ করলো ?
উঃ ১৯শে জুন ২০১৭
২১। কেন্দ্রীয় মন্ত্রীসভা কোন দেশের সঙ্গে ' অর্গান ট্রান্সপ্ল্যান্ট সার্ভিস ' ক্ষেত্রে মৌ স্বাক্ষরের জন্য অনুমোদন প্রদান করলেন ?
উঃ স্পেন
২২। ২৩ শে মে সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হল ?
উঃ জাতীয় কচ্ছপ দিবস ।
২৩। কিরন রিজিজু সম্প্রিতি কোন দার্শনিক উপন্যাস রচনা করেছেন ?
উঃ Confession of a dying mind : The blind faith of atheism
২৪। কোন দল ২০১৬-১৭ উয়েফা ইউরোপালিগ জয়লাভ করলো ?
উঃ মার্চেন্টাস ইউনাইটেড
২৫। কে সম্প্রতি ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশান অফ ইন্ডিয়ার চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ?
উঃ রাজন আনন্দ
উঃ কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর ।
২৭। মণিপুর সরকার সম্প্রতি কোন গ্রাম কে বায়োডাইভারসিটি সাইট হিসাবে ঘোষণা করেছেন ?
উঃ তেমাংলাং জেলার দাইলং গ্রাম ।
২৮। সম্প্রতি কোন রাজ্যে ডাক্তারদের অবসর গ্রহনের বয়সসীমা ৬০ থেকে ৬২ করলো ?
উঃ উত্তরপ্রদেশ ।
২৯। আইসিসি ওয়ান ডে ব্যাটিং র্যাঙ্কিং-এর তালিকায় সম্প্রতি কে প্রথম স্থান অধিকার করেছেন ?
উঃ দক্ষিণ আফ্রিকার এ বি ডিভিলিয়ার্স ।
৩০। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর নতুন নতুন ডিরেক্টর কে হলেন ?
উঃ ক্রিস্টফার রে ।
৩১। ৩১শে মে কোন বিশিষ্ট কন্নড় চলচ্চিত্র প্রযোজক মারা গেলেন ?
উঃ পার্বথাম্মা রাজকুমার ।
৩২। ভারতের কোন আইএফএস অফিসার ইউএস থিঙ্ক ট্যাঙ্ক -এর পাবলিক পলিসির ফেলো হিসাবে নিযুক্ত হয়েছেন ?
উঃ নিরুপমা রাও ।
৩৩। ভারতীয় সেনাবাহিনী ২রা জুন ওড়িশা উপকূল থেকে পারমানবিক শক্তি সক্ষম যে মিসাইলের সফল উতক্ষেপন করলো তার নাম কি ?
উঃ পৃথ্বী-২ ।
৩৪। ৯০ তম স্কিপস ন্যাশানাল স্পেলিং বি কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছেন ?
উঃ অনন্যা বিনয় ।
৩৫। কে সম্প্রতি প্রসার ভারতীর চিফ এগজিকিউটিভ হিসেবে নিযুক্ত হলেন ?
উঃ শশী শেখর ভেম্পাতী ।
৩৬। ভারতের কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রক ২০১৮ সালের জানুয়ারী মাসের মধ্যে কোন মিশন চালু করতে চলেছে ?
উঃ ডিপ ওশিয়ান মিশন ।
৩৭। ৩১ শে মে সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হল ?
উঃ বিশ্ব তামাক বর্জিত দিবস ।
৩৮। জেনেভা ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলস-এ সম্প্রতি কে জয়লাভ করেছেন ?
উঃ স্ট্যান ওয়ারিঙ্কা ।
৩৯। কোন ইন্দো মার্কিন বিচারপতি ইউএসএ সার্কিট কোর্ট অফ আপিলসের বিচারপতি হিসাবে নির্বাচিত হলেন ?
উঃ আমুল থাপার ।
৪০ । ২৬শে মে পাঞ্জাব পুলিশের কোন ডিরেক্টর জেনারেল প্রয়াত হলেন ?
উঃ কানোয়ার পাল সিং গিল ।
৪১। মহিলাদের সুদিরম্যান কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় কোন দেশ জয়লাভ করল ?
উঃ দক্ষিণ কোরিয়া ।
৪২। ২০১৭ মোনাকো গ্রা-পি কার রেসিং প্রতিযোগিতায় কে জয়লাভ করলেন ?
উঃ জার্মানির সেবাস্টিয়ান ভেটেল ।
৪৩ । ভারতের প্রথম ' ইলেকট্রিক মাস ট্রান্সপোর্ট প্রোজেক্ট ' কোথায় শুরু হল ?
উঃ নাগপুর , মহারাষ্ট্র ।
৪৪। ২০১৬-১৭ জার্মান কাপ ফুটবল প্রতিযোগিতায় কোন দল জয়লাভ করলো ?
উঃ বরুশিয়া ডরট্মুন্ড ।
৪৫। ২০১৬ সঙ্গীত নাটক আকাদেমী অ্যাওয়ার্ড পেলেন কে ?
উঃ সত্যব্রত রাউত ।
৪৬। সম্প্রতি কোন বলিউড অভিনেত্রী দাদাসাহেব ফালকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ?
উঃ প্রিয়াঙ্কা চোপড়া ।
৪৭। সম্প্রতি কে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার হিসাবে নিযুক্ত হলেন ?
উঃ নাজমা হেপ্তুল্লা ।
৪৮। ইসরোর ফ্যাট বয় নামে পরিচিত কোন স্যাটেলাইট ?
উঃ GSLV-Mk-III
৪৯। ১৩ তম এফ এ কাপ ফুটবল প্রতিযোগিতায় কোন দল জয়লাভ করল ?
উঃ আর্সেনাল ।
৫০ । সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬শে মে কোথায় দীর্ঘতম নদী সেতুর উদ্বোধন করলেন ?
উঃ অসমের ধোলা সাদিয়ায় ব্রহ্মপুত্রের উপনদী লোহিত নদীর উপর ।