প্রশ্ন:- কার রাজত্বকালে দ্বিতীয় বৌদ্ধমহাসভা আহুত হয় ?
উত্তর:- কালাশোকের রাজত্বকালে দ্বিতীয় বৌদ্ধমহাসভা আহুত হয় ।
প্রশ্ন:- কার রাজত্বকালে তৃতীয় বৌদ্ধমহাসভা আহুত হয় ?
উত্তর:- অশোকের রাজত্বকালে তৃতীয় বৌদ্ধমহাসভা আহুত হয় ।
প্রশ্ন:- বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ?
উত্তর:- বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক ( বিনয় পিটক, সুত্ত পিটক, অভিধর্ম পিটক ) ।
প্রশ্ন:- বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ
ত্রিপিটক কোন ভাষায় লেখা ?
উত্তর:- বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক পালি ভাষায় লেখা ।
প্রশ্ন:- জাতক কী ?
উত্তর:- বৌদ্ধ সাহিত্যের একটি বিশিষ্ট গ্রন্থ , এতে গৌতম বুদ্ধের পূর্ব জন্মের কাহিনী লিপিবদ্ধ রয়েছে ।
প্রশ্ন:- অষ্টাঙ্গিক মার্গের অপর নাম কী ?
উত্তর:- অষ্টাঙ্গিক মার্গের অপর নাম মঝঝিম বা মধ্যপন্থা ।
প্রশ্ন:- হরপ্পা সভ্যতার সঙ্গে বৈদিক সভ্যতার প্রধান পার্থক্য কী ?
উত্তর:- হরপ্পা সভ্যতা প্রধানত
নগরকেন্দ্রিক ও বৈদিক সভ্যতা প্রধানত গ্রামকেন্দ্রিক ।
প্রশ্ন:- প্রথম বৌদ্ধমহাসভা কোথায় আহুত হয় ?
উত্তর:- অজাতশত্রুর রাজত্বকালে
রাজগৃহে প্রথম বৌদ্ধমহাসভা আহুত হয় ।
প্রশ্ন:- দ্বিতীয় বৌদ্ধমহাসভা কোথায় আহুত হয় ?
উত্তর:- কালাশোকের রাজত্বকালে বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধমহাসভা আহুত হয় ।
প্রশ্ন:- তৃতীয় বৌদ্ধমহাসভা কোথায় আহুত হয় ?
উত্তর:- অশোকের রাজত্বকালে
পাটালিপুত্রে তৃতীয় বৌদ্ধমহাসভা আহুত হয় ।
প্রশ্ন:- কার রাজত্বকালে প্রথম বৌদ্ধমহাসভা আহুত হয় ?
উত্তর:- অজাতশত্রুর রাজত্বকালে প্রথম বৌদ্ধমহাসভা আহুত হয় ।
প্রশ্ন:- বৌদ্ধধর্মে জাগতিক কামনা-বাসনার অবসানের জন্য কোন পথের সন্ধান দেওয়া হয়েছে ?
উত্তর:- বৌদ্ধধর্মে জাগতিক কামনা-বাসনার অবসানের জন্য
অষ্টাঙ্গিক মার্গের কথা বলা হয়েছে ।
প্রশ্ন:- কৈবল্যের অর্থ কী ?
উত্তর:- কৈবল্যের অর্থ হল পরম বা
বিশুদ্ধ জ্ঞান