WBCS পরীক্ষায় HISTORY-র প্রস্তুতি কিভাবে নেবেন ?
১. ধারণা (BASE) তৈরি:-
WBCS পরীক্ষায় ভালো রেজাল্ট করতে ভারতের ইতিহাস সম্পর্কে সম্যকভাবে ধারণা (BASE) তৈরি করা দরকার। তার জন্য পরীক্ষার্থীদের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত West Bengal Board এবং NCERT বই গুলো ভালো করে পড়া দরকার।
২.বিষয়বস্তু (Context) জানা এবং Trend বোঝা:-
পরীক্ষার্থীদের WBCS এর ইতিহাসের সিলেবাস সম্পর্কে যথাযথ ধারণা থাকা অবশ্যক। Preliminary - তে ইতিহাসে দুটি ভাগে আলাদা নম্বরের বিভাজন থাকে, যথা Indian History এবং Indian National Monument, তবে Mains পরীক্ষাতে প্রশ্নের কোনো ভাগ না থাকায় পূর্বের বছরগুলির প্রশ্ন দেখে কষ্ট ধারণা তৈরি করতে হবে, ইতিহাসের কোন ভাগ থেকে Mains-এ বেশি প্রশ্ন আসে। এক্ষেত্রে, সাধারণত দেখা গেছে , মোট প্রশ্নের শতকরা 40 ভাগ প্রশ্ন আসে Indian History (Ancient,Medieval ও Modern) থেকে ও বাকিটা নির্দিষ্ট করা থাকে Indian National Movement এর জন্য
৩. ইংরেজি টার্মিনোলজি:-
WBCS Mains এর প্রস্তুতিতে English Terminology একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ Mains Exam এর প্রশ্নপত্র ইংরেজিতে হওয়ায়, বাংলা মাধ্যমে পড়াশোনা করে আসা পরীক্ষার্থীদের কাছে তা বোধগম্য হতে অসুবিধা হতে পারে, তাই পরীক্ষা প্রস্তুতিকালে বাংলা শব্দের সঙ্গে NCERT -র বইগুলি পড়ে ইংরেজি প্রতিশব্দগুলি সম্পর্কে পরীক্ষার্থীদের অতি দ্রুত পরিচিত হতে হবে।
৪.পাঠ্যপুস্তক (Text Book) নির্বাচন:-
WBCS Mains এর ইতিহাস বিষয়ক জ্ঞান অপহরনের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা কেন্দ্রিক ইতিহাস বইয়ের পাশাপাশি বিভিন্ন সময়কাল আলাদা করে যেমন - Ancient, Medieval ও Modern- নির্দিষ্ট পাঠ্যপুস্তক অধ্যায়ন আবশ্যিক । এ ক্ষেত্রে সঠিক Reference Book নির্বাচন অত্যন্ত জরুরী। এই পোস্টে র শেষে একটি রেফারেন্স বুক লিস্ট দেওয়া হয়েছে
৫. Chart ও Notes তৈরি এবং নিয়মিত অনুশীলন:-
WBCS এর ইতিহাসের সিলেবাস বিশাল। 'প্রাক- ইতিহাস' সময়কাল থেকে 1947' এই সুবিশাল সময় এর সমস্তটাই আমাদের অধ্যয়ন করতে হবে। তাই বিভিন্ন বিষয় যেমন - যুদ্ধ, সন্ধি, বংশানুক্রমিক রাজার নাম, তাদের সময়কাল, তাদের কীর্তি, আন্দোলনসমূহ, বিপ্লবী কার্যকলাপ, সংবাদপত্র ইত্যাদি বিষয়ে গভীর জ্ঞান লাভ করতে Chronology অনুযায়ী Chart ও Notes তৈরি করে নিয়মিত অনুশীলন ই- হয়ে উঠতে পারে সুনিশ্চিত সাফল্যের চাবিকাঠি।
৬. মক টেস্ট ও গ্রুপ ডিসকাশন:-
যত বেশি সম্ভব মক টেস্টের মাধ্যমে নিজের মস্তিষ্ককে শান দেওয়া প্রয়োজন এছাড়া গ্রুপ ডিসকাশন এর মাধ্যমে ইতিহাস চর্চার শ্রীবৃদ্ধি ঘটানো দরকার
৭.নেগেটিভ মার্কিং:-
সর্বোপরি পরীক্ষার হলে নেগেটিভ মার্কিং সম্পর্কে সতর্ক থাকা খুবই প্রয়োজন।