পুলিসের সাব ইনসপেক্টর নিয়ােগ পরীক্ষায় রাজ্যে প্রথম হলেন মালদহের শুভঙ্কর চৌধুরী
রাজ্য পুলিস রিক্রুটমেন্ট বাের্ডের তত্ত্বাবধানে হওয়া সাব ইনসপেক্টর নিয়োগের পরীক্ষাটির প্রাথমিক ধাপ সম্পন্ন হয়েছিল প্রায় বছর দুয়েক আগে। এরপর ২০২০ সালের মার্চ মাসে হয় প্রার্থীদের শারীরিক সক্ষমতা বিচারের পরীক্ষা। কিছুদিন আগেই নিয়োগের চূড়ান্ত ফল বের হয়েছে। নিয়ােগের পরীক্ষার মেধা তালিকার প্রথম স্থানটি দখল করল মালদহের এক যুবক। মালদহের ইংলিশবাজারের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের সাতটারি গ্রামীণ লাইব্রেরির ক্লার্ক শুভঙ্কর চৌধুরী লক্ষাধিক যুবক যুবতীদের পিছনে ফেলে সবার প্রথমে জায়গা দখল করেছেন।
শুভঙ্করকে নিয়ে রীতিমত গর্বিত বিনােদপুরের বাসিন্দারা এবং তাঁর পরিবার। এবছর মার্চ মাসে শেষ হওয়া চূড়ান্ত পর্যায়ের পরীক্ষার পরে সম্প্রতি ফল প্রকাশ হতেই দেখা যায় মেধা তালিকায় সবার উপরে রয়েছে শুভঙ্কর। ইংলিশবাজারের গ্রামীণ এলাকার বাসিন্দা শুভঙ্কর গণিতে নার্স নিয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর থেকেই সরকারি চাকরিতে নিয়ােগের জন্য আয়ােজিত বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিতে থাকেন। গ্রামীণ গ্রন্থাগারের করণিকের চাকরি মিলেও যায়। কিন্তু তাতে থেমে থাকতে চাননি তিনি। একের পর এক পরীক্ষা দিতে থাকে উন্নততর সরকারি চাকরি পাওয়ার প্রত্যাশা এবং জেদ নিয়ে। তাতেই শেষ পর্যন্ত বাজিমাৎ করলেন তিনি।
ছেলের এই সাফল্যে দারুন খুশি শুভঙ্করের বাবা আনিল চৌধুরী। তিনি বলেন, শৈশব থেকেই ছেলে কঠোর পরিশ্রমী। তাঁর চাকরি পাওয়াতে আমরা সকলেই খুশি। কিন্তু তার চেয়েও বেশি খুশি রাজ্যস্তরে প্রথম হয়ে বিনোদপুর সংলগ্ন বিস্তীর্ণ এলাকা এবং মালদহের নাম উজ্জ্বল করার জন্য।
নিজের লক্ষ্য সম্পর্কে শুভঙ্কর বলেন, একটি ভালো সরকারি চাকরি পাওয়ার লক্ষ্যে উদয়াস্ত পরিশ্রম করেছি। সাফল্য আসাতে ভালো লাগছে। পরবর্তী লক্ষ্য নিজেকে একজন সৎ ও দক্ষ পুলিস কর্মী হিসেবে তৈরি করা।
মালদার ছেলের এই অসাধারণ সাফল্যে খুশি প্রকাশ করে রাজ্যের মন্ত্রিসভার সদস্য সাবিনা ইয়াসমিন বলেন, তরুণ শুভঙ্করের এই সাফল্য আমাদের সকলকেই মুগ্ধ করেছে। আমরা আশা করি পুলিস আধিকারিক হিসেবেও তিনি সফল হবেন।